মাচলং উচ্চ বিদ্যালয়

সাজেক, বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা। | ইআইআইএনঃ ১৩৬৯৪৯
s136949machalang@gmail.com | ফোনঃ ০১৮৬৭৫৫৯৪৯২

একাডেমিক ক্যারিয়ার গড়ায় আমরা অনন্য

মাচলং উচ্চ বিদ্যালয়

রুপালী চাকমা

প্রধান শিক্ষক

জনাব অমর শান্তি চাকমা

সভাপতি

প্রতিষ্ঠানের ইতিহাস

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অর্ন্তগত সাজেক থানার ৩৬নং সাজেক ইউনিয়নের মাচলং এলাকায় মাচলং উচ্চ বিদ্যালয় অবস্থিত। দুর্গম পশ্চাৎপদ বৃহত্তর এই এলাকায় কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসিতে উত্তীর্ণ অধিকাংশই শিক্ষার্থী ঝড়ে পড়ে। তাই  বিগত ২০১২ সালে  জনগনের প্রচেষ্টায় অত্র বিদ্যালয়টি স্থাপন করা হয়। বিদ্যালয়টি স্থাপনের পর থেকে শিক্ষার্থীরা মাধ্যমিক পর্যায়ে পড়া লেখা করার সুযোগ পাচ্ছে। বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির তদারকি এবং শিক্ষকদের মানসম্মত পাঠদান করার ফলে শিক্ষার্থীরা  প্রতিবছর পরীক্ষায় ভালো ফলাফল  করে আসছে। এ ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারা যায় তাহলে ভবিষ্যতে আরো বিদ্যালয়টি সুনাম অর্জন করবে বলে আমি আশাবাদী। 

প্রধান শিক্ষক

মাচলং উচ্চ বিদ্যালয়

সাজেক,বাঘাইছড়ি,রাঙ্গামাটি 

 

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় প্রত্যন্ত অঞ্চল ৩৬ নং সাজেক ইউনিয়নে মাচলং উচ্চ বিদ্যালয়। পার্শ্চবতী বাঘাইহাট উচ্চ বিদ্যালয় থেকে প্রায় ১৮ কিমি দুরত্ব   হওয়ার দরুণ এখানকার ছেলেমেয়রা পড়ালেখা থেকে বঞ্চিত ছিল। তাই অত্র এলাকার সকল জনসাধারনের ঐকান্তিক প্রচেষ্টার ফলে বিদ্যালয়টি ২০১২ সালে স্থাপন করা হয়েছিল। ২০১৪ সাল থেকে বর্তমান অবধি জেএসসিতে শতভাগ পাস করে সুনাম অর্জন করে আসছে। এ সুবাদে ২০২৩ সালের মাধ্যমিক পর্যায়ে পাঠদান অনুমতি পাওয়া যায়। ২০২৫ সাল থেকে এই বিদ্যালয়ের অধীনে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহন  করতে পারবে।  পরিশেষে, অত্র বিদ্যালয়টির শ্রীবৃদ্ধি উন্নতি কামনা করছি।

 অমর শান্তি চাকমা

সভাপতি

মাচলং উচ্চ বিদ্যালয়

সাজেক,বাঘাইছড়ি, রাঙ্গামাটি।

 

জরুরী হটলাইন

ডেঙ্গু প্রতিরোধে করনীয়

করোনা ভাইরাস প্রতিরোধে যোগাযোগ

জাতীয় সংগীত

আমাদের বিশেষ বৈশিষ্ট্য

সুদক্ষ শিক্ষক মণ্ডলী

নিয়মিত পাঠদান

সাংস্কৃতিক কর্মকাণ্ড